স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ দীর্ঘদিন পর শীর্ষ লিগে ফেরা আলমেরিয়া। ম্যাচটি মাঠে গড়াবে রোববার (১৪ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়। এদিকে, ইতালিয়ান সিরি ‘আ’য় সেলেরিটানার মুখোমুখি হবে রোমা। এই ম্যাচ দিয়ে রোমার হয়ে লিগে মাঠে নামবেন আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবালা।
বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নতুন মৌসুম শুরুর আগেই ট্রফি উদ্যাপন করেছে। উয়েফা সুপার কাপ জয়ের উচ্ছ্বাস নিয়ে লা লিগা শুরু করতে যাচ্ছে মাদ্রিদিস্তারা। বর্তমান চ্যাম্পিয়নদের ওপর বাড়তি আস্থা এবারও থাকবে। কারণ, কার্লো অ্যানচেলত্তির অধীন দারুণ প্রাক-মৌসুম শেষ করেছে তারা।
মৌসুম শুরুতে হালকা প্রতিপক্ষই পাচ্ছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিন পর টপ ফ্লাইটে ফিরেছে দলটি। তাই তাদের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা স্বস্তিতে থাকতেই পারে মাদ্রিদের ক্লাবটি। তা ছাড়া মৌসুমের শুরুতে পুরোপুরি ফিট একটা স্কোয়াড পাচ্ছেন বোচ কার্লো অ্যানচেলত্তি।
তবে সুপার কাপের একাদশ থেকে লিগ ম্যাচে পরিবর্তন আনতে পারেন কোচ। ফারল্যান্ড মেন্ডি ও দানি কার্ভাহাল ফিরতে পারেন একাদশে। যদিও রদ্রিগোর সামান্য ইনজুরি রয়েছে, তবে মাদ্রিচ, বেনজেমা, ভিনিসিয়াস, ভালভার্দেরা তো রয়েছেন দুর্দান্ত ছন্দে। অন্যদিকে প্রতিপক্ষ আলমেরিয়া খুব একটা শক্ত না হলেও প্রথম ম্যাচ বলেই সতর্ক থাকতে হবে মাদ্রিদিস্তাদের।
পরিসংখ্যান বলছে, এ ম্যাচে সহজেই জেতার কথা লস ব্লাঙ্কোসদের। সবশেষ ১০ মোকাবিলায় একবারও জয়ের মুখ দেখেনি আলমেরিয়া। ৮টি ম্যাচে জয় পেয়েছে মাদ্রিদ। বাকি দুই ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় জয়ের ব্যবধানটা ৮-১! ২০১১ সালে লিগের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল ও এমানুয়েল আদেবায়রের হ্যাটট্রিকে আলমেরিয়াকে উড়িয়ে দিয়েছিল রিয়াল।
এদিকে, ইতালিয়ান সিরি ‘আ’য় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে রোমা। তাদের প্রতিপক্ষ সেলেরিটানা। গেল মৌসুমে টেবিলের ৬ নম্বরে থেকে লিগ শেষ করেছে দ্য ইয়োলো রেডস। তবে এ মৌসুমে দলটা দারুণভাবে গুছিয়ে নিয়েছে হোসে মরিনহো। বেশ কিছু বড় সাইনিং করিয়েছে। সবশেষ মৌসুমে এই পর্তুগিজের হাত ধরেই রোমা দেখা পেয়েছে তাদের ইতিহাসের প্রথম ইউরোপিয়ান শিরোপা।
এই ম্যাচ দিয়ে রোমার জার্সিতে লিগে নামবেন আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবালা। য়্যুভেন্তাস থেকে রোমায় যোগ দিয়ে রাজকীয় আভিবাদন পেয়েছেন এই আর্জেন্টাইন। এ মৌসুমে তিনিই হতে যাচ্ছেন মরিনহোর তুরুপের তাস। এখন মাঠে ভক্তদের প্রত্যাশার প্রতিদান দেয়ার পালা।
প্রতিপক্ষ সেলেরিটানা কিছুটা দুর্বল হওয়ায় স্বাভাবিকভাবে ফেভারিট হয়ে মাঠে নামবে রোমা। তা ছাড়া আক্রমণভাগে দিবালার সংযুক্তি শক্তিশালী করেছে দ্য ইউলো রেডদের। পাশাপাশি আব্রাহাম, জানিওলোরা রয়েছেন ছন্দে। প্রাক-মৌসুমও কেটেছে দুর্দান্ত। এখন দেখার পালা এই মৌসুমে কেমন করে মরিনহোর শিষ্যরা।