আমতলী প্রতিনিধি: আমতলীতে যথাযথ মর্যাদায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার ও নিকটতম আত্বীয় স্বজনের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ এর অংঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনাসভা কোরান খতম ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
সকাল ৭টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনর্মিত করন , দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন সভাপতি এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, সম্পাদক ও আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান।
সকাল সোয়া ৭টায় কালোব্যাপ ধারন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন মেয়রের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ, আইনজীবি সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন।
উপজেলা পরিষদের পক্ষে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মো. মতিয়ার
রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মৃধা, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা মো. মিজানুর রহমানসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পন করেন। সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান,আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদেও মিয়া, বীরমুক্তিযোদ্ধা মো.
নুরুল ইসলাম মৃধা,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মো. মিজানুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, সাইফুল ইসলাম বাদল প্যাদা, মাহবুব হোসেন, সবুজ প্রমুখ।
সকাল ১১ টায় আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমানের নেতৃত্বে পৌরসভা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদেও মিয়া, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, এ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম, সোহেলী পারভীন মালা, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মো. মিজানুর রহমান, আঠারগাছিয়া আওয়ামীলীগ নেতা ছালাম মোল্লা, গুলিশাখালী সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, কুকুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হাসেম মাস্টার, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়মীলীগ নেতা জাফর বিশ্বাস, আমতরী সদর ইউনিয়ন আওযামীলীগ নেতা মজনু মৃধা ও মো. মিজানুর রহমান, গাজী মোজ্জাম্মেল হোসেন, ফরিদ ম্যালাকার, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, সাইফুল ইসলাম বাদল প্যাদা, মাহবুব প্যাদা, মাহবুব রহমান, সবুজ প্রমুখ। সকাল পৌনে ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আমতরী পৌর মেয়র ও উপজেলা াাওযামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অফৃন করা হয়। সকাল ১১ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ্যাভোকেট এ কাদের মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, এ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম, সোহেলী পারভীন মালা, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মো. মিজানুর রহমান, আঠারগাছিয়া আওয়ামীলীগ নেতা ছালাম মোল্লা, গুলিশাখালী সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, কুকুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হাসেম মাস্টার, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়মীলীগ নেতা জাফর বিশ্বাস, আমতরী সদর ইউনিয়ন আওযামীলীগ নেতা মজনু মৃধা ও মো. মিজানুর রহমান, গাজী মোজ্জাম্মেল হোসেন, ফরিদ ম্যালাকার, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, সাইফুল ইসলাম বাদল প্যাদা, মাহবুব প্যাদা, মাহবুব রহমান, সবুজ প্রমুখ। সভা শেষে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার এবং নিকাট আত্মীয় যারা শহীদ হয়েছেন তাদেও রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের আযোজন করা হয়।