পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ কলাপাড়া কমান্ডের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঢাকার ধানমন্ডির ৩২ নং বাড়িতে তার সাথে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক।
বীর মুক্তিযোদ্ধা মু:সাহাবুদ্দিন এর সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংদদ সদস্য অধ্যক্ষ আলহাজ মহিব্বুর রহমান মুহিব। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার,
পটুয়াখালী জেলা আওয়ামীলেিগর সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, ড. শহিদুল ইসলাম বিশ্বাস, প্রবীন আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান শিকদার সানু, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসীম প্রমূখ। সবশেষে দোয়া -মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদেও পেশ ইমাম মাও: সাইদুর রহমান।
এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
শোক দিবসে কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে সোমবার বেলা এগারোটার দিকে দৈনিক জনকন্ঠ প্রতিনিধি মেজবাহ উদ্দিন মন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবাদ কর্মী শামসুল আলম, জীবন কুমার মন্ডল, অশোক মুখার্জী, মো.শরিফুল হক শাহীন,
গোফরান বিশ্বাস পলাশ, জসীম পারভেজ ও মিলন কর্মকার রাজু। কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বর্ণাঢ্য র্যালি, কবিতা পাঠ, রচনা ও চিত্রঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শণী, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
অপরদিকে কলাপাড়া পৌর সভার উদ্যোগে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় সোমবার দুপুরে দুইশত পঞ্চাশ জন প্রতিবন্ধীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিবুবুর রহমান মহিব।
এসময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী জেলা আওয়ামীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, পৌর কাউন্সিল মোঃ হুমায়ুন কবির, মাহবুব আলম, তারেকুজ্জান তারেক, মহিলা কাউন্সিল রোজিনা আক্তার, উম্মে তামিমা বিথী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিরা হাওলাদার স্বপন, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিল আবুল কালাম সরদার শ্রমিক লীগ নেতা গাজী মামুন প্রমুখ।