জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে যুবলীগ।
সোমবার বিকেলে উপজেলা শহরের সাথীর মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ, আবুল কাশেম বাবলু, প্রান্তিক দাস পুটু, আবুল খায়ের খাইরুল, শামীম আহম্মেদ, শহীদুল ইসলাম গাজী, শফিকুল ইসলাম ইলিয়াস, হুমায়ুন কবির, লুৎফুর রহমান শাহীন, দীপু চৌধুরী, হালিম মীরা, তৌহিদ গাজী, লিটন হোসেন জামাল, আবুল কালাম আজাদ (কালু), মনির চৌধুরী, রাসেল খলিফা, অমল দাস, জামাল হোসেন খান, আব্দুর রাজ্জাক নান্নু, জালাল খলিফা, রাম বাড়ৈ, স্বপন শীল প্রমুখ।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।