বরিশালঃ রূপালী ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা বিভাগীয় কার্যালয়, বরিশাল এ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব নাজমুল হুদা, উপমহাব্যবস্থাপক।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুস্তাফিজুর রহমান, বিভাগীয় প্রধান, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব দেবব্রত সাহা জোনাল প্রধান বরিশাল, জনাব বিপুল কৃষ্ণ সন্যমত জোনাল প্রধান, পিরোজপুর এবং জনাব মোসাম্মৎ নাসিমা জাহান, সহকারী মহাব্যবস্থাপক, বিভাগীয় কার্যালয় বরিশাল।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মোরশেদ হাসান আনসারী, মোঃ কামাল হোসেন হাওলাদার,মাওলাদ হোসেন, খান নাসিম পারভেজ,মোঃ মাসুম পারভেজ,সন্দিপ সাহা, মোঃ জাকির হোসেন সবুজ সহ আরও অনেকে।