সৌম্য ও সাব্বির রহমান।
তিন ম্যাচের আন-অফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ৮০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দলকে সম্মানজনক স্কোর এনে দিতে পারেননি এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া সাব্বির রহমান ও সৌম্য সরকার। সৌম্য স্ট্যান্ডবাই হিসেবে থাকলেও সাব্বির আছেন এশিয়া কাপের মূল দলে।
ড্যারেন স্যামি স্টেডিয়ামে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামা নাঈম শেখ। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। টেস্টে শতক হাঁকানো সাইফ হাসান ৫ বলে করেন ৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জাকের আলি। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান। এন্ডারসন ফিলিপসের বলে তেজনারায়ণ চন্দরপলের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন সাব্বির। তাই উইন্ডিজের বিপক্ষে নিজেকে ঝালিয়ে নেয়ার সুযোগ ছিল তার সামনে। কিন্তু প্রথম ম্যাচেই ব্যর্থ হলেন তিনি। ফেরার আগে ৬ বলে মাত্র ৪ রান করেন তিনি। তার মতো অন্যরাও ছিলেন ব্যর্থ।
বাকিদের মধ্যে দলনেতা মোহাম্মদ মিঠুন ২০ বলে ১২, মাহমুদুল হাসান জয় ১৫ বলে ৪, আর মৃত্যুঞ্জয় চৌধুরী ১ বলে ০, নাইম হাসান ৪৫ বলে ০ রানে আউট হন। শেষ পর্যন্ত ২৩.২ ওভারে ৮০ রানে থামে দলের ইনিংস। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে করতে হবে ৮১ রান।
স্বাগতিকদের হয়ে গ্রেভ জাস্টিন একাই নেন ৪ উইকেট। দুটি করে উইকেট পান অ্যান্ডারসন ফিলিপস ও শারমন লুইস।