বরিশাল:বরিশাল সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২ টায় উপজেলা চরমোনাই ইউনিয়ের ডিঙ্গামানিক গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী স্মৃতি আক্তার(৩০) ও সামিয়া(১২) । গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) এ ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার গভীর রাতে প্রতিপক্ষ জসিম হাওলাদার (৪০), তাজেল গাজি, সেন্টু খান, গিয়াস হাওলাদার, খোকন হাওলাদার, কাবুল হাওলাদার ও রাতুল হাওলাদার বসত ঘরে ডুকে নগত ২ লাখ টাকা এবং স্বর্ণলংকার নিয়ে যায়। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে শ্লীলতাহানি ঘটনা ঘটে এবং দুই জনকে কুপিয়ে জখম করে। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) নিয়ে যায়।
এদিকে খবর পেয়ে মঙ্গলবার (১৬ আগষ্ট) ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম। তিনি বলেন বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।