বরগুনায় ছাত্রলীগকে পেটানোর পর আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে।
বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান নিজ কার্যালয়ে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সার্বিক দিক বিবেচনা করে এবং তদন্তের স্বার্থে মহরম আলীকে বরিশালে তার (ডিআইজি) কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, বরগুনার ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় পুলিশের পেশাদারিত্ব কতটা ছিল, ঘটনাস্থলে কী কী হয়েছে সব কিছুই তদন্ত করা হবে। ছাত্রলীগের দুটি ধারার এক পক্ষ পুলিশের প্রসংশা করেছে আরেক পক্ষ সমালোচনা করছে। তবে পুলিশ তার নিরপেক্ষ অবস্থান থেকেই সবকিছুর তদন্ত করবে।