বরিশালের উজিরপুরে উপজেলার মুন্সীরতাল্লুক গ্রামের অসহায় পরিবারের পৈত্রিক জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে কতিপয় প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ঘের আশঙ্কা করছে এলাকাবাসী।
এ ঘটনায় ১৬ আগষ্ট মঙ্গলবার জল্লা ইউনিয়নের মুন্সীরতাল্লুক গ্রামের ভূক্তভোগী ছবর আলী মল্লিক (৬৫) বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ওই গ্রামের অভিযুক্ত প্রভাবশালী আলতাফ মল্লিকসহ ১২জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ১৮ নং মুন্সীরতাল্লুক মৌজায় এস,এ খতিয়ান ২৫৯, এস,এ দাগ নং ১৫০৪,১৫৮৯ ১৫৯৪,১৫৯৫,১৫৯৬,১৬০৩,১৬২২,১৬২৩,১৬২৬,১৫২৭,১৫২৮, ১৬১৩,১৬১৪,১৬২১ মোট জমি ৪ একর ৪৩ শতাংশ।
এরমধ্যে ১ এর ৭৮ শতাংশ জমি নিয়ে ছবর আলী মল্লিক গংদের সাথে আলতাফ মল্লিক গংদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। জানা যায়, করিম উদ্দিন মল্লিক মারা যাওয়ার পরে তার পুত্র মোঃ ছবর আলী মল্লিক পৈত্রিক সূত্রে জমি প্রাপ্ত হন।
উক্ত জমি জোর পূর্বক ভোগ দখল করছে আলতাফ মল্লিক গংরা। ১৫ আগষ্ট সকাল ৯টায় ছবর আলী মল্লিক গংরা আলতাফ মল্লিক গংদের কাছে জমি মাপজোখ করার কথা বলতে গেলে আলতাফ মল্লিক, আনোয়ার মল্লিক, আশরাফ আলী মল্লিক, ফারুক মল্লিক, আকবর মল্লিক, আসলাম মল্লিক, দেলোয়ার মল্লিক, জিয়াউর রহমান মল্লিক, মোস্তফা মল্লিক, খবির মল্লিক, মোজাম্মেল মল্লিক মিলে ছবর আলী মল্লিক গংদের বিভিন্ন ভয়ভীতি ও এলাকা ছাড়া করার হুমকি দেয়।
তাদের হুমকির মুখে আতঙ্কে অসহায় পরিবার। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ওই ভূমিদস্যু প্রভাবশালীদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন অসহায় পরিবার।