ফাইল ছবি-সংগৃহীত
অবশেষে স্বপ্নপূরণ। ভারতের জাতীয় দলে ডাক পেলেন শাহবাজ আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের জন্য বাংলার এ ক্রিকেটারের নাম ঘোষণা করল দেশটির ক্রিকেট বোর্ড-বিসিসিআই। মূলত চোটের কারণে ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে শাহবাজকে দলে নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ইংল্যান্ডে কাউন্টি ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন ওয়াশিংটন। সেই চোটের জন্য জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন তরুণ অলরাউন্ডার। তার পরিবর্তে শাহবাজকে দলে নেয়া হয়েছে।
সবশেষ আইপিএল এবং রঞ্জি ট্রফিতে ব্যাট-বলে দুর্দান্ত ফর্মে ছিলেন শাহবাজ। রঞ্জিতে তার একার নৈপুণ্যে একাধিক ম্যাচে বাংলাকে জিতিয়েছেন। বিপদের মুখে কার্যত বাংলার ত্রাতা হয়ে উঠেছিলেন। আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দারুণ ছন্দে ছিলেন।
ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ১৮ আগস্ট থেকে হারারেতে।
জিম্বাবুয়ে সফরে ভারতের দল
কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ইশান কিষান (উইকেটকিপার), সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার এবং শাহবাজ আহমেদ।