বরিশাল ॥ বরিশাল নগরীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় বরিশার নগরীর একতলা লঞ্চ ঘাট পল্টুনের ওপর থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আমিনুল ইসলাম রুবেল (৩৪)। রুবেল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার মো. আনছার উদ্দীনের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর একতলা লঞ্চঘাট এলাকায় বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ৫ কেজি ১শ গ্রাম গাঁজাসহ রুবেলকে আটক করে ডিবি।
আটককৃত রুবেলের দেওয়া তথ্য মতে উদ্ধারকৃত গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত মো. মন্টু জমাদ্দার (৫৫), এবং মো. মফিজুল ইসলাম (৫০) পলাতক রয়েছে।
আটককৃত রুবেল ও পালতক দুই জনের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন রয়েছে।