সারা দেশে নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও নিত্যপ্রয়োজনীয় নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সদর রোডে আদালত পাড়া মাঠে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, সমাবেশ শেষ করে নেতাকর্মীরা সদর রাস্তায় বিক্ষোভ করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
জেলা বিএনপির সদস্যসচিব সেহাংশু সরকার কুট্রি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে ফেরার পথে পুলিশ অন্যায়ভাবে আমাদের বাধা দেয়। তবে কোনো ধরনের সহিংসতায় না গিয়ে আমরা ফিরে যাই।’
পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্য মো. মনিরুজ্জামান জানান, বিএনপির বিক্ষোভ সমাবেশ করার অনুমতি না থাকায় সদর রাস্তায় বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। অনুমতি না নিয়ে সমাবেশ করলে ভবিষ্যতেও বাধা দেয়া হবে।