বরিশাল ॥ সনাতন ধর্মের শিক্ষা অনুসারে শিশু দের সুরক্ষার জন্য করণীয় কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপির আয়োজন অনুষ্টিত হলো দুই দিনব্যাপি চ্যানেল অব হোপ শিশু সুরক্ষা বিষয়ক এর এস্থান উপস্থিত ব্রাহ্মণ (পুরোহিত) ও সেবাইত এর ৩০ (ত্রিশ)জন সদস্যদের প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ এর উদ্বোধন করেন লিমা হান্না দাড়িং ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশন, সঞ্চালনায় ছিলেন লিটন মন্ডল সিনিয়র ম্যানেজার বরিশাল এসিও,প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন নমিতা মন্ডল চেয়ারম্যান,সংস্কৃত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও শ্যামল কান্তি চক্রবর্তী , আহবায়ক বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল,শ্রী সঞ্জীব সিংহ বর্মন সদস্য সচিব বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা, জেতিম্ব্যয় চক্রবর্তী সহ সভাপতি পুরোহিত কল্যান সীমিত বরিশাল জেলা, ধর্মিয় নেত্রী বৃন্দ।