জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে বরিশাল নগরীর সদর রোডের কাকলীর মোড় অবরোধ করে রেখেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা। এতে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে।
তবে হরতালকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নগরীর বিভিন্ন মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা সকাল ছয়টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের কাকলীর মোড়ে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা সড়কের ওপর বসে পড়েন। হরতালের পক্ষে স্লোগান দিতে থাকেন।
সেখানে অবস্থান করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বক্তব্য দিচ্ছেন। মাঝে মধ্যে দু’একটি যানবাহন দেখলে পিকেটিংয়ের চেষ্টা করেন কিছু কর্মী। তবে পুলিশ এগিয়ে গিয়ে তাদের বাধা দেয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার জানান, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে বরিশালে শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করছেন। সকাল থেকেই নগরীর কাকলীর মোড়, লঞ্চঘাট মোড় ও শহীদ মিনারের সামনের সড়কসহ বিভিন্ন সড়কে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে এসব কর্মসূচি পালন করছেন।
বিজন সিকদার বলেন, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনগণের দুর্গতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জনতার নাভিশ্বাস উঠেছে। তাই সাধারণ মানুষ হরতালের ব্যাপক সমর্থন দিচ্ছে। বরিশালে সফলভাবে হরতাল পালিত হচ্ছে।
এদিকে নগরীতে ভোরে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। হরতালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও কাজকর্ম চলছে স্বাভাবিকভাবে। দূরপাল্লার বাস এবং অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস যথারীতি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। হরতালের কোনো প্রভাব পড়েনি অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রী পরিবহনে।
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে যেকোনো অপ্রীতিকর অবস্থা মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্য দিনের মতো সবকিছু স্বাভাবিক রয়েছে।