শনিবার বিকেল সিনেমার মুক্তি ও হাওয়া সিনেমার বিরুদ্ধে বন বিভাগের মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবি জানিয়ে তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন চলচ্চিত্র শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সংগঠন ফিল্ম এলায়েন্স অফ বাংলাদেশ।
সোমবার (২৯ আগস্ট) চলচ্চিত্র শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের দাবির সাথে একমত প্রকাশ করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তথ্যমন্ত্রী।
হাওয়া ছবির বিরুদ্ধে বনবিভাগের মামলা ও মোস্তফা সরওয়ার ফারুকীর ছবি শনিবার বিকেলের সেন্সর ছাড়পত্র না দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আন্দোলন শুরু করে শিল্পী কলাকুশলী ও নির্মাতারা। তখনই তারা জানিয়েছিলেন পর্যায়ক্রমে এই আন্দোলন এগিয়ে নেয়া হবে।
এবার ছয় দাবি নিয়ে তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন ফিল্ম এলায়েন্স অব বাংলাদেশের নেতৃবৃন্দ। দাবিগুলো হলো হাওয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, শনিবার বিকেল ছবির মুক্তি, অনুদান প্রক্রিয়ার সংস্কার, সেন্সরবোর্ড বাতিল, ওটিটি নীতিমালা প্রণয়ন ও নির্দীষ্ট কতৃপক্ষের অনুমোদন ক্রমে মামলা করা।
এসব দাবির সাথে একাত্বতা প্রকাশ করে তথ্যমন্ত্রী জানান পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।
তথ্যমন্ত্রীর একাত্ত্বতা ঘোষনাকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন চলচ্চিত্র জনেরা।