অবশেষে প্রকাশ্যে এলো দেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রথম হিন্দি ছবি ‘খুফিয়া’- এর টিজার। সেখানে দেখে গেলো তাঁর ফার্স্ট লুকও।
বলিউডের নামকরা পরিচালক বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমার প্রথম টিজার প্রখাশ পেয়েছে সোমবার ইউটিউবে। সেখানে আলো আঁধারিতে আর্বিভূত হয়েছেন বাঁধন।
৪৭ সেকেন্ডের এই টিজারে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবুর সঙ্গে দেখা যাচ্ছে বাংলাদেশের অভিনেত্রী বাঁধনের ফার্স্টলুকও। টিজার দেখেই বোঝা গেছে সিনেমাটি রহস্য ঘরনার।
টিজারটি দেখে ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত বাঁধন বলেন, টিজারে যা দেখা যাচ্ছে সেটার শুটিংয়ের সময় বিশাল ভরদ্বাজ বলেছিলেন, আজমেরি, তুমি তো স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছো।
তিনি আরও বলেন, এটার বাকি কিছু কাজের জন্য আমি ভারতে যাচ্ছি। জানতাম না টিজার আজ মুক্তি পাচ্ছে। টিজার দেখে সত্যি আমি অভিভূত।
এই ছবিতে অভিনয় করা নিয়ে অনেক গল্প আছে, যা ধীরে ধীরে বলার প্রতিশ্রুতি দিয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
গেলো বছরই সিনেমাটির শুটিং শেষ করেন বাঁধন। বলিউডে তাঁর অভিষেকের জন্য মুখিয়ে আছে এদেশের ভক্তরা। অপেক্ষায় আছে কমে নেটফ্লিক্সে মুক্তি পাবে, তার অপেক্ষায়।
নেটফ্লিক্স প্রযোজিত ‘খুফিয়া’ নির্মিতি হয়েছে অমর ভূষণের লেখা বই ‘এসকেপ টু নো হোয়ার’ অবলম্বনে। এটি একটি রহস্যঘেরা থ্রিলার উপন্যাস।
যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশি অভিনেত্রী প্রয়োজন ছিলো পরিচালক বিশাল ভরদ্বাজের। আর সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন।
এই সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি।