ছবি: সংগৃহীত
ঘণ্টা কয়েক পরে এশিয়া কাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রশিদ খানদের বিপক্ষে লায়ন্সরা (শ্রীলঙ্কা) নাস্তানাবুদ হলেও, সে সব নিয়ে চিন্তিত নন টাইগাররা। মাঠের লড়াইয়ে গর্জন ছাড়তে চান লাল সবুজের প্রতিনিধিরা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘বি’ এর ম্যাচে মঙ্গলবার (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ।
সদ্য টি-টোয়েন্টি দলের দায়িত্ব পাওয়া সাকিব আল হাসানের জন্য এশিয়া কাপের প্রথম ম্যাচটি চ্যালেঞ্জিং। মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে টি-টোয়েন্টিতে নড়বড়ে বাংলাদেশ, সাকিবের অধীনে কতটা দিন বদলের গল্প লিখতে পারবে তার প্রমাণ মিলবে এ ম্যাচে। এর আগে রশিদ খানরা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। তবে সেদিকে কর্ণপাত করছেন না টাইগার অধিনায়ক। লায়ন্সরা ব্যর্থ হলেও, টাইগাররা চান মরুর বুকে গর্জন তুলতে।
আফগানদের বিপক্ষে ম্যাচ নিয়ে সাকিব তার ভেরিফাইড ফেসবুক পোস্টে গর্জনের বার্তা দিয়ে লেখেন, ‘গর্জনের সময় এখনই! মরুর বুকে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত টাইগাররা।’
এদিকে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করলেও বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না আফগান লেগ স্পিনার রশিদ খান। তিনি বলেন, ‘প্রতিপক্ষ দুর্বল না শক্তিশালী, এসব নিয়ে ভাবি না আমরা। ক্রিকেটে আপনি এটা বলতে পারবেন না। এটা এমন একটা জিনিস যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এমনকি খেলার ফলাফলও না। আমাদের জন্য সবাই কঠিন প্রতিপক্ষ। আমরা তাদের সিরিয়াসলি নিই।’
বাংলাদেশ দলের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।
আফগানিস্তান দলের স্কোয়াড: মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জদরান, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হাসমতউল্লাহ শহিদি, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জদরান, নাভিন উল হক, নুর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, সামিউল্লাহ শেনওয়ারি।