বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা, মিথ্যা মামলার প্রতিটির হিসাব নেয়া হবে। তিনি বলেন, এবার শেষ লড়াই, হয় জীবন, না হয় মরণ।
অন্য নেতারা বলেন, আন্দোলনে কর্মীদের সঙ্গে সিনিয়র নেতারাও এবার মাঠে থাকবেন। হামলা হলে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দেন বিএনপির নেতারা।
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আয়োজন হলেও, নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় কালো ব্যাজ পরে অংশ নেন নেতারা। তারা বলেন, উৎসব মুখর পরিবেশে সারা দেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কথা থাকলেও, হামলা, গ্রেফতার ও হত্যার কারণে ভারাক্রান্ত তারা।
বিএনপির নেতারা বলেন, ক্ষমতাসীনরা এখন নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিচ্ছে। এতো কিছুর পরেও বিএনপির একজন কর্মীও মাঠ ছেড়ে যাবে না। বলেন, এবার রাজপথের আন্দোলনে বিএনপিও প্রতিরোধ গড়ে তুলবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওনকে হত্যার পর লাশ নিয়েও অমানবিক আচরণ করেছে সরকার। পরিবারকে ভয় দেখিয়ে মিথ্যা মামলা করানো হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।
এদিকে, নারায়নগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের গায়েবানা জানাজা হয়েছে নয়াপল্টনে। পুলিশের গুলিতে গত দু’সপ্তাহে দলের তিন জন নিহতের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।
গুম-খুনের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষে সরকার বিএনপিকে নির্মূলের চেষ্টা করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, শাওনের রক্ত বৃথা যাবে না।