আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টুয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছে হংকং। মাত্র ৩৮ রানে অলআউট হয়ে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে পুচকে দেশটি। অন্যদিকে বিশাল জয়ের সুবাদে এশিয়া কাপের সুপার ফোরে পা রাখলো পাকিস্তান।
শারজাহ স্টেডিয়ামে রাত আটটায় শুরু হওয়া ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তান। রিজওয়ান (৭৮), ফখর জামান (৫৩) এ দুজনের ফিফটির পর খুশদিল শাহর ১৫ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করা পাকবাহিনী। জবাবে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ৩৮টি রান তোলে হংকং। ১৫৫ রানের বিশাল জয় পায় বাবর আজমরা।
হংকংয়ের হয়ে কেউই দুই অঙ্কের রানের ফিগারে যেতে পারেননি। তবে এক্সটা থেকে আসে সর্বোচ্চ ১০ রান। পাকিস্তানের হয়ে বল হাতে শাদাব খান ৮ রানে নেন ৪টি উইকেট এবং ৫ রানে ৩টি উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। নাসিম শাহ ২টি এবং শাহনওয়াজ দাহানি ১টি উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ধীরে শুরু করলেও পরে গিয়ে চওড়া হয়ে ওঠে রিজওয়ান ও ফখর জামানদের ব্যাট। দলীয় ১৩ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে ফিরে যান পাক সেনাপতি বাবর আজম। পাওয়ার প্লের ৬ ওভারে রান আসে মাত্র ৪০। কিন্তু এরপরের গল্পটা শুধুই রানের।
মোহাম্মদ রিজওয়ান আর ফখর জামান জুটি ঘোরাতে থাকেন রানের চাকা। ১১৬ রানের জুটি গড়েন এ দুজন। ফখর জামান ৪১ বলে ৫৩ রানে ফিরে যাওয়ার আগে ৩টি চার ও ২টি ছক্কা হাঁকান ফখর।
এরপর ক্রিজে এসে ক্ষিপ্ত হয়ে ওঠেন খুশদিল শাহ। রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে খেলেন মাত্র ২৩টি বল। আর এই ২৩ বলে আসে ৬৪টি রান। মাত্র ১৫টি বল মোকাবেলা করে ৫টি ছক্কা হাঁকিয়ে ৩৫ রানে অপরাজিত থাকেন খুশদিল। আর অপরপ্রান্তে ৫৭ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেন রিজওয়ান।
হংকংয়ের হয়ে এহসান খান ৪ ওভারে ২৮ রানের বিনিমযে দুটি উইকেট শিকার করেন। তিনি ছাড়া আর কোনো বোলারই সাফল্যের মুখ দেখেনি।