ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা চাকরি না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেছেন,আমার খুব দুঃখ লাগে, আমার দলের ছেলে-মেয়েরা, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা চাকরি করতে পারেন না; ব্যবসাও করতে পারেন না। সামান্য ব্যবসা করতে গেলেও তাদের দুর্নাম হয়, আর চাকরিও তাদের সহজে হয় না।
শুক্রবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রদের জন্য ‘সৈয়দ মুজতবা আলী আবাসিক ছাত্র হলের বর্ধিত অংশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা বলি, তারা পলিটিক্স অর্জন করেছেন। এ নিয়ে আমাদের ভাবতে হবে, আমি শিক্ষকদের বলবো আমার ফ্যাকাল্টি মেম্বারদের অনুরোধ করব- তাদের কীভাবে সত্যিকার অর্থে দেশের উন্নয়নে কাজে লাগানো যায় সে উপায় বের করতে হবে। তাদের দক্ষতা বৃদ্ধি নিয়ে আরও ভাবতে হবে।
মন্ত্রী বলেন, আমি আমার ছাত্র ভাই-বোনদের বলবো, তোমরা আন্দোলন করো কিন্তু শিক্ষাটাকে ছাড়বা না। শিক্ষার প্রতি আমাদের জোড় দিতে হবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়। স্থানীয় নেতৃবৃন্দ, কমিউনিটি লিডাররা শিক্ষার প্রতি জোড় দেবেন।
এর আগে বেলা ১১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ যৌথভাবে হলটির বর্ধিতাংশ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও সৈয়দ মুজতবা আলীর ভাতিজা সৈয়দ রুহুল আমিন বিশেষ অতিথির আসন গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালক ছাত্র উপদেশ ও নির্দেশনা অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইল, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।