রেড কার্পেটে কীভাবে তাক লাগাতে হয়, তা ভালোই জানেন দীপিকা পাডুকোন। কখনও বহুমূল্য গাউন, কখনও বা ডিজাইনার শাড়ি- তার দিক থেকে চোখ ফেরানো দায়।
এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডেও তাই হল। তবে এবার স্বামী রণবীর সিংয়ের পথে হাঁটলেন তিনি। ভাঙলেন চেনা ছক।
একটি ঢলঢলে শার্ট ও বয়ফ্রেন্ড জিন্স পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হলেন দীপিকা। স্বামী রণবীরের সঙ্গে মঞ্চেও উঠলেন। সাদামাঠা পোশাকেও তিনি সপ্রতিভ, সাবলীল।
এ ধরনের অনুষ্ঠানে সাজপোশাকের ক্ষেত্রে একটি বিশেষ ব্যাকরণ মেনে চলা হয়। সেটিকেই যেন সচেতনভাবে ভাঙতে চাইছেন দীপিকা।
দীপিকার এই সাজ অনুরাগীরা পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ‘ওকে দেখে আমার মেরিল স্ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছে। উনি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ রকম জিন্স আর চশমা পরে চলে গিয়েছিলেন। তখন আমি অবাক হয়েছিলাম। আজ আবার দীপিকাকে দেখলাম।’ অন্য জনের বক্তব্য, ‘এই লোক দেখানোর যুগে এটা জরুরি।’
অনুষ্ঠানে ‘৮৩’-র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন রণবীর। স্ত্রীকে মঞ্চে নিয়ে এসে সেই পুরস্কার তুলে দিয়েছেন তাঁর হাতে। এখানেই থেমে থাকেননি। ভালোবেসে দীপিকার গালে চুমু এঁকে দিয়েছেন অভিনেতা।
দীপিকাকে শেষ দেখা গিয়েছে শকুন বত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’য়। দর্শক-মনে ছাপ ফেলতে ব্যর্থ ছবিটি। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবিতেও অভিনয় করছেন তিনি। পাশাপাশি চলছে ‘প্রোজেক্ট কে’-র কাজ।