গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হতে বাধ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, সারা দেশে নির্বিচারে হত্যা, গুলি-হামলা-মামলা দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। এ অবস্থা বেশি দিন টিকতে পারে না। হামলা-মামলা আর হত্যা করে, রক্ষীবাহিনী দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি এই সরকারও পারবে না।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংঘর্ষের ঘটনা পরিদর্শনে এসে এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অবৈধ। এ সরকারের আমলে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।
মির্জা আব্বাস আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনগণের যৌক্তিক দাবি নিয়ে বিএনপি আন্দোলন করছে। কিন্তু সরকার বিএনপিকে ভয় পায় বলেই পুলিশ দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ আজ জেগে উঠেছে। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। সরকার প্রধানের নির্দেশে সারা দেশে গুলি চালাচ্ছে পুলিশ। কিন্তু তাদের দিন শেষ হয়ে আসছে। এসবের জবাব দেয়া হবে। তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
গত শনিবার পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে অর্ধশত আহত হন। এ ঘটনায় এদিন রাতে দেড় হাজার নেতাকর্মীর নামে থানায় মামলা করে পুলিশ।
সোমবার ঘটনাস্থল পরিদর্শন করতে কিশোরগঞ্জে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম। কিন্তু পুলিশি আতঙ্কে দলের নেতাকর্মীরা এলাকা ছাড়া হওয়ায় পাকুন্দিয়ায় যাননি মির্জা আব্বাস। বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।