অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই হারে কেবল সিরিজের সাথে আইসিসি ওয়ানডে দলের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও হারালো নিউ জিল্যান্ড। শ্রেষ্ঠত্বের আসন হারানো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আবার ফিরেছে চূড়ায়।
ইংল্যান্ডের পয়েন্ট ১১৯, তাদের পেছনে পড়ে যাওয়া নিউ জিল্যান্ডের ১১৭। কেয়ার্নসে রোববার জিতলে তাদেরও পয়েন্ট হবে ১১৯। তবে শীর্ষে থাকবে ইংলিশরাই।
নিজেদের আগের ৭ ওয়ানডের ছয়টি জিতে পাশের দেশ অস্ট্রেলিয়া সফরে যায় নিউ জিল্যান্ড। প্রথম দুই ম্যাচেই একটা সময় পর্যন্ত ভালো অবস্থানে ছিল তারা। কিন্তু প্রতিবারই পথ হারিয়ে ফেলে তারা।
প্রথম ম্যাচে ২৩২ রানের পুঁজি নিয়ে চেপে ধরেছিল অস্ট্রেলিয়াকে। ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল স্বাগতিকরা। সেখান থেকে ১৫৮ রানের ষষ্ঠ উইকেট জুটিতে অস্ট্রেলিয়াকে উদ্ধার করেন অ্যালেক্স কেয়ারি ও ক্যামেরন গ্রিন। নিউ জিল্যান্ড ম্যাচ হারে ২ উইকেটে।
দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার আবার অস্ট্রেলিয়াকে চেপে ধরে নিউ জিল্যান্ড। এক পর্যায়ে স্বাগতিকদের রান ছিল ৫ উইকেটে ৫৪, পরে ৮ উইকেটে ১১৭। সেখান থেকে দলটির সংগ্রহ যায় দুইশ রানের কাছে। রান তাড়ায় কখনও সেভাবে সম্ভাবনা জাগাতে না পারা নিউ জিল্যান্ড থমকে যায় ৮২ রানেই।