ছবি সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শনিবার (১০ সেপ্টেম্বর) ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচটিই হবে তার ওয়ানডে ক্রিকেটের শেষ ম্যাচ।
কেয়ার্নস রোববার (১১ সেপ্টেম্বর) সেই ওয়ানডেতে টসে হেরেছে ফিঞ্চ। টস হেরে ব্যাটিংয়ে নেমেছে তারা। স্টোয়েনিস এবং ওয়ার্নারের বদলে অজি দলে সুযোগ পেয়েছেন জোশ ইঙ্গলিস এবং ক্যামেরুন গ্রিন। আর নিউজিল্যান্ড দলেও এসেছে তিন পরিবর্তন।
শনিবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বেশ কিছুদিন ধরেই রানখরায় ভুগছেন অজি অধিনায়ক। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজে পাঁচ ম্যাচে তার সর্বোচ্চ রান ছিল মাত্র ১৫। এরপরই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। তবে সব আলোচনা-সমালোচনা থামিয়ে শনিবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
১৪৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন ফিঞ্চ। ১৭টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরিতে ওয়ানডেতে তার রান ৫ হাজার ৪০১ রান। এদিকে অস্ট্রেলিয়ার কাছে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজের পাশাপাশি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়েছে নিউজিল্যান্ড। তবে আজ অজিদের বিপক্ষে জয় পেলে আবারও শীর্ষ স্থানে চলে যাবে কেন উইলিয়ামসনের দল। কেয়ার্নসে ম্যাচ শুরুর আগে রানি এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানায় দুই দল।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জোশ ইঙ্গলিস, স্টিভেন স্মিথ, মারনাস লাবুসচেঞ্জ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজেলউড
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট