বরিশাল জেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণার পর ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাংবাদিক আসাদুজ্জামান। তবে তাকে বাদ দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার গুঞ্জন চলছে। তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই সাংবাদিক আসাদুজ্জামানের।
সোমবার (১২ সেপ্টেম্বর) একান্ত আলাপকালে সাংবাদিক আসাদুজ্জামান এ কথা জানান।
সাংবাদিক আসাদুজ্জামান বলেন- তৃণমূল পর্যায়ের মানুষের সেবা করার সুযোগ আছে বলে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। তৃণমূল মানুষের সেবা করার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান পদটি আমার কাছে উত্তম বলে মনে হয়। আমি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বো। কোন অপশক্তি আমাকে পিছু হটাতে পারবে না।
আগামী ১৭ অক্টোবর বরিশালসহ দেশের ৬১টি জেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।