দেশে পর্যাপ্ত চালের মজুত থাকা সত্ত্বেও চাল রফতানির ওপর ভারতের শুল্ক আরোপের পর থেকেই ব্যবসায়ীদের কারসাজির ফলে ফের চালের দাম বাড়ছে। তবে চালের দাম নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কোনো উপায় জানা নেই খোদ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের। তিনি বলেন, বাজারে মিনিকেট চাল বলে কিছু নেই। তাই মিনিকেটের নামে চাল বিক্রি বন্ধ করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে নির্দেশনা দেয়া হয়েছে।
দেশে চালের উৎপাদন ও সরবরাহে কোনো ঘাটতি নেই। তারপরও প্রতিনিয়তই দেশের বাজারে চালের দাম বাড়ছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বয়ং খাদ্যমন্ত্রী এমন দাবি করে বলেন, চালের মূল্য বেঁধে দেয়া সম্ভব নয়। তবে তিনি জানান, আমদানি করা ভারতীয় চালের দাম বেশি পড়ায় দেশের বাজারে চালের দর বাড়ছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের দেশে এখনও যে মজুত আছে, তাতে খাদ্যের হাহাকার হওয়ার মতো কোনো আশঙ্কা নেই। ভারত চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করে দিয়েছে, সেটি সিদ্ধ চালের ওপর দেয়া হয়নি, আতপ চালের ওপর দেয়া হয়েছে, অথচ এটি দেখে ব্যবসায়ীরা সিদ্ধ চালের দাম বাড়িয়ে দিয়েছেন। যে দেশ থেকেই আমদানি করে হোক না কেন, আমরা আমদের চালের সরবরাহ ও চাল বিতরণ কর্মসূচি অব্যাহত রাখব।
এসময় বাজারে মিনিকেট চাল বিক্রি বন্ধে আবারও নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, মিনিকেট বলে কিছু নেই। অনেক বার চিঠি দেয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে।
ভোক্তা অধিকার মিনিকেট চালের নাম উচ্ছেদ করার জন্য অভিযান চালাবে বলেও হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী।
একইদিন সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে এক সভায় ব্যবসায়ীরা প্রশ্ন তুলেন, বাজারের মিনিকেট বলে কোনো চাল না থাকলেও কেন এ নাম ব্যবহার করে কৃষি মন্ত্রণালয় বাজার দর নির্ধারণ করে? তারা দাবি করেন, কোনোভাবেই মোটা চাল সরু করে মিনিকেট বানানো হয় না। চাল কাটার কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয়নি।
মন্ত্রীর নির্দেশনা আর ব্যবসায়ীদের যুক্তি শুনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান জানালেন, এ চাল বিক্রি বন্ধের আগে সরকারকে আরেকবার ভাবতে হবে।
তিনি বলেন, মিনিকেটের বিষয়ে এখনও বিভ্রান্তি দূর হয়নি। সরকারের বিভিন্ন সংস্থা মিলে এ বিষয়ে যৌথ সিদ্ধান্ত নিবে। তাই এখন যদি আমরা বাজার অভিযানে যাই, তাহলে হয়তো নেতিবাচক প্রভাব পড়বে।
তবে মিনিকেট চালের বিষয়ে দ্রুত সময়ের পরিষ্কার নির্দেশনা চান বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীরা।