দুর্নীতি, হত্যা ও লুণ্ঠনের দায়ে পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে পিছিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপির নেতা কে, তারা এই কথা বলতে লজ্জা পায়। কারণ দেশের মাটিতে দুর্নীতির দায়ে অভিযুক্ত তারেক রহমান বিদেশের মাটিতে একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।
এ সময় তিনি বলেন, আমরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন বিএনপি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তারা কথায় কথায় তারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করে। সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে। এর আগে তারা হরতাল অবরোধ করে দেশ অস্থিতিশীল করেছে। তাদের ষড়যন্ত্র সফল হয় নাই। ভবিষ্যতেও তাদের ষড়যন্ত্র সফল হবে না।
হানিফ বলেন, বিএনপি হাওয়া ভবন বানিয়ে এ দেশকে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। সেই বিএনপি এখন কথায় কথায় দুর্নীতির কথা বলে। আমি বুঝতে পারছি না এদের লাজ-শরম বলে কিছু আছে কিনা।
তিনি উদাহরণ টেনে বলেন, বিএনপি’র দুই কান কাটা, এরা লজ্জা-শরম হীন। দুর্নীতিতে জড়িতরা কেউ বিএনপি করতে পারবে না এটা তাদের গঠনতন্ত্রে নেই। তারা সেটা তাদের গঠনতন্ত্র থেকে উঠিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকতে দেশ ধ্বংস করা ছাড়া কিছু করে নাই।
বর্তমান বাংলাদেশের অগ্রগতির ফিরিস্তি তুলে ধরে হানিফ বলেন, আজকে শেখ হাসিনা যখন উন্নয়ন অগ্রগতির মাঝে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, সে সময়ে বিএনপি জামায়াতিরা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চায়।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী দিনে সব নির্বাচনে জয়লাভ করতে হবে জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহবান জানান তিনি।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, নাসিরনগরের সাম্প্রদায়িক অপশক্তিকে দমন করে সঠিক নেতৃত্ব বাছাই করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সভায় জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, সামনের কঠিন দিন আসছে। এ দিনগুলোতে প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, সদস্য গোলাম রাব্বানী চিনু, নাসিরনগর আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।