২০২৩ সালে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম শুরু হলেও এটাই চূড়ান্ত নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেছেন, সারাবছর ধরে বই পরিমার্জনা চলবে। বড়ো শ্রেণিতে বেশি অংশ সামষ্টিক আর অপেক্ষাকৃত ছোট শ্রেণিতে ধারাবাহিক মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হবে। আর নতুন কারিকুলাম বাস্তবায়নে চার লাখের বেশি শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নতুন কারিকুলাম নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কেবল পুঁথিগত জ্ঞান অর্জনই নয়, হাতে কলমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনও গুরুত্ব পাবে নতুন শিক্ষা কারিকুলামে।
তিনি জানান, ২০২৩ সালে ৩৩ হাজারেরও বেশি স্কুলে ষষ্ঠ আর সপ্তম শ্রেণির নতুন কারিকুলামের বই দেওয়া হবে।
এনসিটিবি’র কারিকুলাম বিশেষজ্ঞ সৈয়দ মোহাম্মাদ গোলাম ফারুক বলেন, কোনো দেশেই একবারে বড়ো কোনো পরিবর্তন হয় না। শিক্ষকরা করোনাকালে যেভাবে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়েছেন, নতুন কারিকুলামের বাস্তবায়নেও তাদের ওপরই ভরসা করা হচ্ছে। আর তাই চার লাখের বেশি শিক্ষক এই প্রশিক্ষণের আওতায় আসছেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতি নিয়েও কথা বলেন।