বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, ‘ঢাকা মহানগরী এলাকায় গত কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বেশ ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। বিধায় পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য এসএসসি পরীক্ষার্থীদের ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হলে।’
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীতে গত কয়েক দিনের বৃষ্টি ও সড়কে খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্নস্থানে পানি জমে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল স্থবির হয়ে রয়েছে গত দুই দিন ধরে।
এ অবস্থায় কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর লক্ষ্যে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা হওয়ার বিকল্প নেই। আর তাই সার্বিক দিক বিবেচনা করেই এ নির্দেশনা দিলো ডিএমপি।
প্রসঙ্গত, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসব পরীক্ষা হবে।