নিজের বহিষ্কারাদেশের পর দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে রংপুরে রাজনীতি করতে দেবেন না বলে চ্যালেঞ্জ ছুড়েছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। অন্যদিকে, বহিষ্কারাদেশ মেনে নিয়ে দলের চেয়ারম্যানের পক্ষে অবস্থান পরিষ্কার করেছেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। একই রকম বক্তব্য দলের সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরেরও।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাছে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় জাতীয় পার্টির নেতারা।
মহানগর জাপা সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা রাঙ্গার সমালোচনা করে বলেন, ‘দলে থেকে দলের চেয়ারম্যানের সমালোচনা গ্রহণযোগ্য নয়।’
তবে নির্বাচন এলেই জাতীয় পার্টিতে টালমাটাল পরিস্থিতি হয়, সবাই হিসাবনিকাশ মেলাতে চায়, এটিও তেমনই একটি ঘটনা বলে মন্তব্য করেন তিনি।
রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, ‘রংপুরের মানুষ হিসেবে মসিউর রহমানের এমন মন্তব্য আমরা আশা করিনি।’
দলের চেয়ারম্যানের নেতৃত্বে রংপুরে দল সুসংগঠিত থাকবে বলে দাবি করেন এই দুই নেতা।
জাতীয় পার্টির অভ্যন্তরীণ এই বিরোধে অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও সময় নিউজের সঙ্গে কথা বলেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। তাদের দুজনই বলছেন, জাতীয় পার্টির এসব ঘটনা ভোটে বা রাজনীতিতে কোনোই প্রভাব ফেলে না। নির্বাচনের আগে তাদের মধ্যে এসব নিয়মিত ঘটনা বলেও মন্তব্য করেন তারা।
জাতীয় পার্টির ভাঙাগড়া নিয়ে বিএনপিতেও তেমন কোনো প্রতিক্রিয়া নেই বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। তবে এটি সরকারেরই একটি খেলা বলে মনে করেন তিনি।
১৪ দলভুক্ত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘শেষ পর্যন্ত তাদের নিজেদের মধ্যে আপস-মীমাংসা না হলে নিজেদের দুর্গে আরকদফার বিপর্যয় নেমে আসবে।’
তবে সরকারি দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিলেও আগামী জাতীয় নির্বাচনই শুধু নয়, আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এর নানা প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর প্রভাবে জাতীয় পার্টির দ্বিধাবিভক্তি যেমন আসবে তেমন আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নেও প্রচলিত হিসাব-নিকাশের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন তারা।
মসিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে বহিষ্কারের পর বুধবার তিনি বিভিন্ন গণমাধ্যমে দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে রংপুরে রাজনীতি করতে দেবেন না বলে ঘোষণা দেন।