রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাসায় মো. রবিন মিয়া (১৯) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উত্তর বাড্ডা শাহাবুদ্দিন মোড়ে একটি টিনসেড বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ ফুলপুর উপজেলার গোয়াডাঙ্গা গ্রামের রিকশাচালক বাচ্চু মিয়ার ছেলে রবিন। দুই ভাই এক বোনের মধ্যে মেজো ছিল সে।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বাবা বাচ্চু মিয়া জানান, তারা গ্রামেই থাকেন। তিন দিন আগেই রিকশা চালানোর জন্য ঢাকায় আসেন তিনি। আর ছেলেকে বেড়ানোর জন্য সঙ্গে নিয়ে আসেন। এসে বাড্ডার রবিনের ফুফু নাজমা বেগমের টিনসেড বাসায় ওঠেন।
তিনি আরও জানান, দুপুরে তিনি রিকশা চালাতে বাইরে যান। আর রবিনের ফুফু ও তার মেয়ে গার্মেন্টে যান। সন্ধ্যায় তিনি বাসায় ফিরে দেখেন রুমের ভেতর থেকে দরজা বন্ধ। তখন তাকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে রবিন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
মৃত রবিনের বোন জামাই আল আমিন ইসলাম জানান, হতাশাগ্রস্ত ছিল রবিন। কিছুই করতো না সে। মাঝেমধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকেও চলে যেতো। চিকিৎসকের পরামর্শও নেয়া হয়েছে। সবশেষ ১৫ দিন আগেই নাদিয়া সুলতানা নামে এক মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। আজকে সে কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা তাদের জানা নেই।
ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।