গত মার্চে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছিলেন ৩৫ বছর বয়সী আসিফ আফ্রিদি। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। ছয় মাসের ব্যবধানে আবারও তিনি হয়েছেন খবরের শিরোনাম। তবে এবার কোনো সুখবর নিয়ে নয়। তিনি খবরের শিরোনাম হয়েছেন, দুর্নীতির দায়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক নিষিদ্ধ হওয়ার মাধ্যমে।
ইএসপিএনক্রিকইনফো বুধবার (১৪ সেপ্টেম্বর) জানিয়েছে, দুর্নীতির দায়ে খাইবার পাখতুনখাওয়ারের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদিকে নিষিদ্ধ করেছে পিসিবি। গত ১২ সেপ্টেম্বর থেকে তার সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফলে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।
তবে কতদিনের জন্য তাকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং কী ধরণের দুর্নীতি তিনি করেছেন সেসব বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি পিসিবি। আসিফের বিরুদ্ধে ক্রিকেটের দুটি ধারা ভঙ্গের অভিযোগ ওঠায় তাকে ২.৪ ধারায় নোটিশ পাঠিয়েছে বোর্ড। নোটিশের জবাব দিতে এ ক্রিকেটারকে ১৪ দিনের সময় বেধে দিয়েছে পিসিবি।
এর আগে গত মার্চে দুই যুগ পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে প্রথমবার দলে ডাকা হয় আসিফকে। তবে চার ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি ৩৫ বছর বয়সী এ ক্রিকেটারের।
এদিকে নিষেধাজ্ঞা আসায় চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে আর খেলতে পারবেন না আসিফ। ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত ৩৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে তার শিকার ১১৮ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪২ ম্যাচে শিকার করেছেন ৫৯ উইকেট। আর সংক্ষিপ্ত সংস্করণে ৬৫ ম্যাচে তার পকেটে পুরেছেন ৬৩ উইকেট।
ব্যাট হাতেও অনবদ্য এ ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক সেঞ্চুরির বিপরীতে তার অর্ধশতকের সংখ্যা ৮টি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৪টি আর টি-টোয়েন্টিতে হাঁকিয়েছেন একটি ফিফটি।