ফাইল ছবি
অস্ট্রেলিয়ায় আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এ আসরকে সামনে রেখে বুধবার (১৪ সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে রয়েছেন ইয়াসির আলি রাব্বি, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও এবাদত হোসেন। এই চারজনের জন্য অস্ট্রেলিয়ার আসর হবে যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ।
ইয়াসির আলি রাব্বি, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও এবাদত হোসেনের মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছেন শান্ত। ২০১৯ সালে অভিষেকের পর এখন পর্যন্ত তিনি খেলেছেন ৯টি ম্যাচ। ৯ ম্যাচে ১০৪.২২ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৪৮ রান। অন্যদিকে হাসান মাহমুদ তিনটি, ইয়াসির আলি ও এবাদত একটি করে টি-টোয়েন্টি খেলেছেন। হাসান ও এবাদত; দুজনেই শিকার করেছেন তিনটি করে উইকেট।
নতুনদের কেতন উড়ানোর সময়ে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ছাড়াও আরও বাদ পড়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয়। সম্প্রতি বেশ কয়েকটি সিরিজ ও সবশেষ এশিয়া কাপের দলে থাকলেও তেমন আস্থার প্রতিদান দিতে পারেননি এ ওপেনার। চমক হিসেবে দলে জায়গা করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ধারাবাহিকভাবে ব্যর্থ এ ক্রিকেটারের ওপর আবারও আস্থা রাখল বোর্ড।
অস্ট্রেলিয়া বিশ্বকাপে যথারীতি অধিনায়কের দায়িত্বে থাকছেন সাকিব আল হাসান। এছাড়া তার ডেপুটি হিসেবে থাকছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা নুরুল হাসান সোহান। নতুনদের সুযোগ দেয়ায় কমেন হবে এবারের বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা? খালি হাতেই ফিরতে হবে টাইগারদের, নাকি কপালে জুটবে ভালো কিছু?
বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ এবং নাজমুল হোসেন শান্ত।
স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।