ফাইল ছবি
টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসর নিয়ে ফেলেছেন তামিম ইকবাল। তাই জাতীয় দলের বাকিরা যখন বিশ্বকাপের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন, তামিমের হাতে তখন অফুরন্ত অবসর। ঘরোয়া পর্যায়েও এখন নেই খেলা। তাই নিজেকে ফিট রাখতে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ছুটে গেছেন থাইল্যান্ড।
খেলার বাহিরে থাকলেও নিজেকে ফিট রাখতে চেষ্টার কমতি নেই তামিম ইকবালের। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে জানান ২২ কিলোমিটার সাইকেল চালানোর খবর। সেদিন রাতেই অনলাইন লাইভে তামিম থাইল্যান্ডে অবস্থানের খবর জানান।
অবসর সময়টা পরিবারকে দেওয়ার পাশাপাশি নিজেকে ফিট রাখতে কাজে লাগাতে চান তামিম। তিনি বলেন, ‘যেহেতু আমি টি-টোয়েন্টি খেলছি না, এখন আমার হাতে কিছু সময় আছে। ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটানো হয় না। ওদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। তবে সম্প্রতি আমার ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শুরু হবে জাতীয় দলের ব্যস্ততা। একের পর এক টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সামনের বছর আছে ওয়ানডে বিশ্বকাপের আসরও। তাই ব্যস্ত সেই সময়ের জন্য এখনই নিজেকে প্রস্তুত করছেন টাইগার অধিনায়ক। বাংলাদেশ দলের ভারত সফরের আগে নিজেকে ঝালিয়ে নিতে প্রথম শ্রেণির লিগে খেলার ইচ্ছা পোষণ করেন তিনি।
তিনি বলেন, ‘আমি এখন দেশের বাইরে, এটা করতেই থাইল্যান্ডে এসেছি। পরবর্তী ৬ মাস যে খেলাগুলো আছে, একতার পর একটা সিরিজ। এ সময় ফিট থাকাই সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়। এটার জন্য যতটুকু করা দরকার, আমি থাইল্যান্ডে ২ সপ্তাহ ধরে আছি। যতটা ফিট থাকা সম্ভব চেষ্টা করছি। ঢাকায় ফিরে ভারত সফরের আগে ২-৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পরিকল্পনা আছে।’