বরিশালঃ-বরিশাল নগরী ০৬ নং জাগুয়া ইউনিয়ন পরিষদের ০১, ০২ , ০৩ নং ওয়ার্ডে , এস আর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অসহায় হতদরিদ্র পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য , ২৮ টি পরিবারকে ১ টি করে ছাগল দেওয়া হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন
মোঃ ফারুক হোসেন – দপ্তর সম্পাদক এস আর সমাজ কল্যাণ সংস্থা – মোঃ রিয়াজ মোল্লা ইউপি সদস্য – মোঃ সুজন হাওলাদার ইউপি সদস্য – মোসাঃ শিখা বেগম সংরক্ষিত মহিলা সদস্য – মোঃ জাহিদুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক – শান্তি প্রিয় যুবসমাজ বরিশাল – ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ