বরিশাল ॥ বরিশালে মন্দির থেকে তিন ফুট দৈর্ঘ্যের দেড়শ বছরের পুরনো একটি শিবলিঙ্গ চুরি হয়েছিল।সোমবার (১২ সেপ্টেম্বর) নগরের কালীবাড়ী রোডের শ্রী শ্রী কালিমাতার মন্দিরের শিবলিঙ্গ চুরি করে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা।
ঘটনার পরে কতোয়ালি থানায় অভিযোগ দিলে থানা পুলিশের প্রচেস্টায় শিবলিঙ্গটি উদ্ধার করা হয় এবং হুমায়ুন হোসেন হিমু নামের একজনকে আটক করা।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)সময় রসুলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।