চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাস ও দুটি কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ত্রিমুখী সংঘর্ষের সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।
জোড়ারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।