টানা বৃষ্টি আর তীব্র যানজটে নাজেহাল রাজধানীর কর্মজীবী মানুষ। বুধবার (১৪ সেপ্টেম্বর) সারাদিনই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে কমবে তীব্রতা।
টানা বৃষ্টির মধ্যে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা সড়কেই বসে নাজেহাল রাজধানীর কর্মজীবী মানুষ। নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে পারেননি অনেকে। স্বস্তির বৃষ্টি চরম অস্বস্তিতে পড়ে স্কুলগামী শিক্ষার্থীরাও।
শিক্ষার্থীরা বলেন, ঢাকা শহরে এত কিছু হচ্ছে তবুও জ্যাম শেষ হচ্ছে না। এটার জন্য অনেক কষ্ট হচ্ছে আমাদের স্টুডেন্টদের।
পথচারীরা জানান, একদিকে যানজটে, আরেক দিকে ছোট যানবাহনে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
এক পথচারী বলেন, বৃষ্টির কারণে যে জ্যাম, তার ওপর রাস্তাঘাট বেশি একটা ভালো না সব মিলিয়ে অনেক কষ্ট হচ্ছে। সময় মতো অফিসে পৌঁছাতে পারছি না।
আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে। যদিও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় একেবারে শুষ্ক হবে না দেশ।
আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মো. ছানাউল হক মণ্ডল বলেন, দেশের ৮ বিভাগে কোথায় কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে। আমরা বৃষ্টিপাতের রেকর্ড থেকে বলতে পারি আসলেই ভারি বৃষ্টি হয়েছে। আজকেও বৃষ্টিপাত কমবেশি অব্যাহত থাকবে। তবে কাল কিছুটা কমে যাবে। পরশুদিন থেকে মোটামুটি বৃষ্টি কমে আসবে।
বৃষ্টিপাত কমলেও আপাতত ভ্যাপসা গরম পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।