ভুল করে এক কেন্দ্রের পরীক্ষার্থী আরেক কেন্দ্রে। দিশেহারা পরীক্ষার্থীদের এমন অবস্থায় সহায় হলো পুলিশ। পুলিশের গাড়িতে তাদের পৌছে দেয়া হয় কেন্দ্র।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এমন বেশ কয়েকজন এসএসসি পরীক্ষার্থীকে সঠিক সময়ে কেন্দ্রে পৌছে দিয়েছে পুলিশ। যানজট নিয়ন্ত্রণে পুলিশের বাড়তি উদ্যোগ ছিলো সকাল থেকেই। তাদের তৎপরতায় আজ যানজট ছিলো অনেকটাই সহনীয়।
পরীক্ষার বাকি মাত্র এক ঘন্টা। কিন্তু ভুল করে উত্তরা গালর্স কলেজের বদলে উত্তরা বয়েজ স্কুলে চলে যায় পরীক্ষার্থী মীম। একদিকে পরীক্ষার টেনশন, অন্যদিকে ভুলে কেন্দ্রে চলে আসা। তার যখন এমন দিশেহারা অবস্থা, তখনই উত্তরা পশ্চিম থানার পুলিশের গাড়িতেই কেন্দ্রে পৌছালো মীম।
অন্যদিকে ভুল করে প্রবেশপত্র বাসায় রেখে এসেছে কয়েকজন শিক্ষার্থী। তাদের বাসা থেকে মোটরসাইকেলে করে প্রবেশপত্রও এনে দিয়েছে পুলিশ। কারওয়ানবাজারে আটকে পড়ে এক শিক্ষার্থী। তাকে মোটরসাইকেলযোগে মতিঝিলের কেন্দ্রে পৌছে দেন ট্রাফিক পুলিশ সুরুজ মিয়া।
পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে পুলিশের এমন তৎপরতার সুফল ভোগ করেছে নগরবাসীও। সড়কে ছিলো না যানজটের কোন ভোগান্তি। নগরবাসী বলছে, পুলিশের এমন শক্ত ভূমিকা থাকলে যানজট অনেকটাই কমানো সম্ভব।
রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও ছিলো পুলিশের কঠোর অবস্থান। সড়কে অবৈধ পার্কিংয়ের জন্য অনেককেই গুনতে হয়েছে জরিমানা।
পুলিশ বলছে, পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই তাদের বাড়তি প্রস্তুতি ছিলো। সেই সাথে বৃষ্টি না থাকায় গাড়িও চলেছে স্বাভাবিক গতিতে। তাই যানজট ছিলো সহনীয়।
সিটি কর্পোরেশন ফুটপাত দখল মুক্ত ও বৈধ পার্কিংয়ের ব্যবস্থা করলে যানজট অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রাজধানীতে নানা কারণে যানজটের আশঙ্কায় বৃহস্পতিবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বেলা ১১টা থেকে শুরু হয় পরীক্ষা।