ভালো দল নিয়েও বৈশ্বিক আসরে বারবার ব্যর্থ হচ্ছে ভারসম্প্রতিতীয় ক্রিকেট দল। দলে বিরাট কোহলি-রোহিত শর্মার মতো ব্যাটার, জাসপ্রিত বুমরাহর মতো সময়ের সেরা বোলার থাকা সত্ত্বেও কোনো প্রতিযোগিতায় সাফল্য পাচ্ছে না ভারত। এমনকি সদ্য সমাপ্ত এশিয়া কাপে বিগত দুই আসরের চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েও পার হতে পারেনি সুপার ফোরের গণ্ডি। দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। এ আসরকে সামনে রেখে ভারতকে শঙ্কার বাণী শোনালেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়া।
এশিয়া কাপের টানা দুই আসরের চ্যাম্পিয়ন ভারত এবারের আসরে অংশ নিয়েছিল হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। তবে সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ফাইনালেও উঠতে পারেনি রোহিত শর্মার দল। দুর্দান্ত দল নিয়ে আরও একবার বড় আসরে ব্যর্থ টিম ইন্ডিয়া। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফের আশায় বুক বাধছে নীল জার্সিধারীদের সমর্থকরা। তবে এশিয়া কাপের মতোই বিশ্বকাপেও খালি হাতে ফিরতে হবে বাড়ি। টিম ইন্ডিয়াকে নিয়ে এমন শঙ্কার কথা সম্প্রতি জানিয়েছেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়া।
ভারত কেন বিশ্বকাপে ব্যর্থ হবে তাও জানিয়েছেন পাকিস্তানের হয়ে ৬১ টেস্ট খেলা এ তারকা। তার মতে, এ ব্যর্থতার দায় চাপবে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলের কাঁধে। এ জন্য তিনি রীতিমতো সাবধান করে দিয়েছেন তাদের।
কানেরিয়ার মতে, বিশ্বকাপে ভারতের ভাগ্য নির্ভর করবে টপঅর্ডারের এ তিন ব্যাটার কমন করছেন তার ওপরই। এর মধ্যে কোহলি ফর্মে ফিরেছেন মাত্রই। তাই রোহিত-রাহুলের বাড়তি দায়িত্ব নিয়ে খেলার ওপর অনেক কিছুই নির্ভর করবে দলের। তারা ব্যর্থ হলে এশিয়া কাপের ভাগ্যই বরণ করতে হবে ভারতকে।
নিজের ইউটিউব চ্যানেলে এ ক্রিকেটার বলেন, যদিও বিরাট কোহলি ফর্মে ফিরেছেন, তবু রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকেও বড় রান করতে হবে। না হলে এশিয়া কাপের যা হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিক সেটাই ঘটতে চলেছে ভারতের সঙ্গে।
এদিকে ভারতের বিশ্বকাপের দল নিয়েও কথা বলেছেন কানেরিয়া। বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড মোটেও পছন্দ হচ্ছে না তার। তিনি মনে করেন, আইপিএলে গতির ঝড় তুলে নজর কাড়া পেসার উমরান মালিককে স্কোয়াডে রাখা উচিত ছিল। নিদেনপক্ষে তাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখলেও অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে কৌশলগত সুবিধা পেত ভারত।
কানেরিয়ার ভাষায়, ভারত উমরান মালিককে অন্তত স্ট্যান্ডবাই হিসেবেও রাখতে পারত। কারণ অস্ট্রেলিয়ায় বাউন্সি উইকেট থাকবে। ফলে ভারতীয় ব্যাটারদের এমন একজন বোলারের বিরুদ্ধে অনুশীলন করার প্রয়োজন ছিল, যে ধারাবাহিকভাবে দ্রুত বল করতে পারে।