এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আগেভাগেই ব্যবস্থা নেয়ায় রাজধানীর রাস্তায় ছিল না চিরাচরিত যানজট। শিক্ষার্থীরা সময়মতো পৌঁছে যায় কেন্দ্রে। শিক্ষার্থীদের সহায়তায় সার্বক্ষণিক দায়িত্ব ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।
যানজট এড়াতে কেউ এসেছে হেঁটে, কেউবা রিকশায় চড়ে। লক্ষ্য একটাই কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যেন দেরি না হয়।
গতকাল বুধবার (১৪ আগস্ট) রাস্তায় উন্নয়ন কাজের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটায় পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেয়ার জন্য অনুরোধ জানায় ডিএমপি। যানজটের আশঙ্কা থাকলেও বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বৃষ্টি না থাকায় বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। স্বস্তিতে তারা কেন্দ্রে পৌঁছে যায়।
শিক্ষার্থীদের সহায়তায় দায়িত্বে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো শিক্ষার্থী ভুল কেন্দ্রে চলে গেলেও তাদেরকেও নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছেন তারা।
গাজীপুরের বেশ কিছু সড়কে গত রাতে সংস্কার কাজ করায় আবদুল্লাহপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যানজটের প্রকোপ কমেছে বলে দাবি ট্রাফিক বিভাগের।
এদিকে নগর পরিকল্পনাবিদ আকতার মাহমুদ বলেন, পথচারী বান্ধব নগর করা গেলে এসব সময়ে যানজটের চিন্তামুক্ত থাকবে নগরবাসী।
ট্রাফিক উত্তরা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার নাবিদ আহমেদ শৈবাল বলেন, শঙ্কায় ছিলাম এসএসসি পরীক্ষার্থীদের ঠিকমত কেন্দ্রে পৌঁছাতে দিতে পারব কিনা। তবে বৃষ্টি না হওয়ায় আমাদের কাজ সহজ হয়েছে। সব কিছু ঠিকঠাক মত চলেছে।
আজকের মতো পরিস্থিতি বজায় থাকলে শিক্ষার্থীরা বাকি পরীক্ষাগুলোও স্বস্তিতে দিতে পারবেন বলে মনে করছেন অভিবাবকরা।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী রয়েছে। সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে।
যানজটের কথা বিবেচনা করে এবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। এবার বিকেলে কোনো পরীক্ষা থাকছে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।
প্রথম দিনে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র। ১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র, ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র এবং পরদিন ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়), ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়) এবং পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ, পরদিন ২৭ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ, ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি, ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে এসএসসি পরীক্ষা।
গত ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় তা পিছিয়ে দেয় সরকার। এবার সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা নেয়া হচ্ছে।