এসএসসি পরীক্ষার প্রথম দিনেই বরিশাল শিক্ষা বোর্ডে ৯৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় ৬ জেলায় ১৮৭টি কেন্দ্রে এবার ৮৭ হাজার ৮৮ জন পরীক্ষার্থীর বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু সেখানে অংশ নিয়েছে ৮৬ হাজার ৯৬ জন। এদের মধ্যে অনুপস্থিত ছিল ৯৯২ জন।
বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, বরিশাল জেলার ৬৬টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ৩০৫ জন। ঝালকাঠি জেলার ১৭টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ৭৭ জন। পিরোজপুর জেলার ২৩ টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ১১৩ জন। পটুয়াখালী জেলার ৩৪টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ১৭৩ জন। বরগুনা জেলার ২৩টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ১১৬ জন। ভোলা জেলার ২৪টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ২১৪ জন।
অধ্যাপক অরুণ কুমার গাইন জানান, প্রথম দিনের পরীক্ষায় কেউ বহিষ্কার হয়নি। এছাড়া কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।