এশিয়া কাপে গড়পড়তা পারফরম্যান্স ছিল টুর্নামেন্টের রানার্সআপ পাকিস্তানের। কোনো ম্যাচে বোলাররা জ্বলে উঠলেও দেখা গেছে ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ। আবার কোনো ম্যাচে ঠিক তার উল্টো চিত্র দেখা গেছে। যার ফলে অন্যতম ফেবারিট হয়েও ফাইনালে শ্রীলঙ্কার কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। জানা গেছে, আজ বিকেলের মধ্যেই দল ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আর দেশটির সংবাদমাধ্যমে গুঞ্জন, এশিয়া কাপে ব্যর্থতার জেরে স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন ফখর আজম। অন্তর্ভুক্তি হতে পারে অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক এবং শান মাসুদের। সাবেক অধিনায়ক এবং নির্বাচক ইনজামাম উল হকও মালিককে বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর পক্ষে কথা বলেছেন।
এশিয়া কাপ শেষেই গুঞ্জন ছড়ায়, বাদ পড়তে পারেন অলরাউন্ডার শাদাব খান। আর এমন গুঞ্জন ছড়ায় ফাইনালে তার চোট পড়াকে কেন্দ্র করে। যদিও যতটুকু খবর পাওয়া যাচ্ছে, বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রামে রাখা হতে পারে তাকে। তবে বিশ্বকাপের বিবেচনাতেই থাকছেন তিনি।
এদিকে টপ অর্ডার ব্যাটার ফখর জামানের ছিটকে পড়ার বিষয়ে সরাসরি মন্তব্য করেছেন সাবেক পাক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, ইনজুরির কারণে স্কোয়াডে নাম থাকবে না তার। এ ছাড়া তেমন ছন্দেও নেই এই ব্যাটার। এশিয়া কাপে ৬ ম্যাচে ১৬ গড়ে ৯৬ রান করেছেন। স্ট্রাইক রেট মাত্র ১০৩.২৩।
ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’কে দেয়া সাক্ষাৎকারে রশিদ লতিফ আরও জানান, ফখর জামানের চোটের ব্যাপারে তিনি জানতে পেরেছেন। এ ছাড়া অন্তত ছয় সপ্তাহ এই ব্যাটারকে মাঠের বাইরে থাকতে হবে বলেও জানান সাবেক এ অধিনায়ক। তিনি বলেন, অনেকটা শাহিন আফ্রিদির মতো চোটে পড়েছেন ফখর। তবে আমি চাই, শিগগিরই সে সেরে উঠুক।
পাকিস্তানের অধিনায়ক এবং ব্যাটিংয়ের অন্যতম ভরসা বাবর আজম ফর্মে নেই। এ ছাড়া মিডল অর্ডারের দুর্বলতাও ভাবাচ্ছে দলকে। আর তাই সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের পরামর্শ, শান মাসুদ, শারজিল খান এবং শোয়েব মালিককে দলে ফেরানোর।
এদিকে ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে পারেননি পাকিস্তানের বোলিং বিভাগের সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদি। তার অনুপস্থিতি দল যে হাড়ে হাড়ে টের পেয়েছে, সেটি তো এশিয়া কাপের পারফরম্যান্সই বলে দিচ্ছে। আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে এই স্পিডস্টার ফিট হয়ে উঠবেন কি না তা নিয়েও ছিল শঙ্কা। তবে সমর্থকদের সুখবর দিলেন খোদ শাহিন শাহ আফ্রিদি। আভাস দিয়ে রাখলেন বিশ্বকাপের জন্য প্রস্তুত তিনি। টুইটারে নিজের জিম করার ভিডিও পোস্ট করে আফ্রিদি লিখেছেন, অলমোস্ট দেয়ার, ইনশাআল্লাহ।
এর আগে হাঁটুর ইনজুরি সারাতে লন্ডনে গিয়েছিলেন পাক এ পেসার। বর্তমানে সেখানেই পুনর্বাসনে আছেন। ইনজুরির কারণে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও খেলা হচ্ছে না আফ্রিদির। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, আশা করা হচ্ছে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরবেন শাহিন শাহ।