এবার মুখোমুখি হবেন বলিউডের দুই সুপারস্টার। সত্য ও মিথ্যার আজব এক লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে হৃত্বিক রোশন ও সাইফ আলি খানের ‘বিক্রম ভেদা’ এবং সেই সিনেমা মুক্তি পাবে ১০০টি দেশে।
পুষ্কর-গায়ত্রী পরিচালিত সিনেমাটি এই বছরের সবচেয়ে বড় বলিউড রিলিজগুলির মধ্যে একটি। সব দেশে একই সময়ে মুক্তি পাবে সিনেমাটি।
এর আগে ২০০২ সালে হৃত্বিক ও সাইফকে এক সাথে দেখা গিয়েছিল ‘না তুম জানো না হাম’ ছবিতে। বলিউডের সব বিতর্ককে পিছে ফেলে ট্রেলার প্রকাশিত হয়েছে বিক্রম ভেদার। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমার ট্রেলারেই দেখা যায় তুমুল অ্যাকশনে মেতে আছেন দুই তারকা। জানা গেছে জনপ্রিয় লোককথা বিক্রম-বেতালের গল্পের আদলেই এই ছবির গল্প এগোবে। যেখানে সাইফকে দেখা যাবে পুলিশের ভূমিকায় আর অন্যদিকে হৃত্বিক খলনায়ক! পুলিশের হাতে ধরা পড়ে একেক সময় একেক গল্প শোনাবে। তারপরে পুলিশের চোখে ধুলো দিয়ে হৃত্বিক পালিয়ে যাবে।
‘বিক্রম ভেদা’ একই নামের ২০১৭-এর তামিল অ্যাকশন থ্রিলারের একটি হিন্দি রিমেক। সেই সিনেমাটি পরিচালনা করেছিলেন পুষ্কর-গায়ত্রী। সিনেমাটি বক্স অফিসে সফলও হয়েছিল এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল। ওই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মাধবন এবং বিজয় সেতুপতি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস