প্রয়াত শেন ওয়ার্নকে নিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্ক। কিন্তু এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন ওয়ার্নের দুই মেয়ে ব্রুক ওয়ার্ন ও সামার ওয়ার্ন। ব্যাপারটিকে রীতিমতো লজ্জাজনক বলে অভিহিত করেছেন তারা।
কিংবদন্তি লেগ স্পিনারকে নিয়ে যে সিনেমা বানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার নাম ‘ওয়ার্নি’। সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দুই পর্বে শ্রদ্ধা জানানো হবে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটারকে। প্রতিবাদ জানিয়ে ব্রুক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বাবা বা আমাদের পরিবারের প্রতি কোনো শ্রদ্ধা কি রয়েছে ওদের? চ্যানেল নাইনের জন্যে এত কাজ করেছেন উনি। তার মৃত্যুর ছ’মাস পরেই সিনেমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে? লজ্জাজনক সিদ্ধান্ত।’
সামার লিখেছেন, ‘আমি জানতে চাই, যারা এ ধরনের সিদ্ধান্ত নেয় তাদের কেন মনে হয় উদ্যোগটা খুব ভালো? কিছু তো শ্রদ্ধা বজায় থাকুক। বাবা চলে যাওয়ার পর ছ’মাসও কাটেনি। এর মধ্যেই ওরা সিনেমা বানিয়ে টাকা কামানোর চেষ্টা করছে!’
প্রসঙ্গত, থাইল্যান্ডের কোহ সামুইয়ে এ বছরের ৪ মার্চ মৃত্যুবরণ করেন ওয়ার্ন। তার বয়স হয়েছিল ৫২ বছর। শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় তার কক্ষে পাওয়া যায়। ডাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না তিনি। পরে জানা যায়, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন। মৃত্যুর আগে তার রুমে কয়েকজন নারীর পদচারণাও ছিল।
লেগ স্পিনের জন্য বিশ্বব্যাপী ওয়ার্নের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। যে কারণে অনেকে ওয়ার্নি বলেও ডাকতেন তাকে। ওয়ার্ন খেলুড়ে জীবন পার করেছেন প্রায় ১৫ বছর। এই সময়ে তিনি দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন, যা আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের দখলে।
১৯৯২ সালে টেস্টে অভিষেক হয় ওয়ার্নের। ওয়ানডেতে প্রথম তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তার এক বছর পর। জাতীয় দলের হয়ে ওয়ার্ন সবশেষ ম্যাচটি খেলেছেন ২০০৭ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। টেস্টে মোট ১৪৫ ম্যাচ খেলেন তিনি। ওয়ানডেতে ১৯৪ ম্যাচে তিনি নিয়েছেন ২৯৩ উইকেট।