রাজধানীর গুলিস্তানে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে বৃহস্পতিবারও (১৫ সেপ্টেম্বর) অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন হকাররা। এ সময় হকারদের বিক্ষোভ মিছিলে উত্তেজনার সৃষ্টি হয়। নির্দেশনা না মেনে ফুটপাত থেকে দোকান না সরানোয় কয়েকজনকে জরিমানা করা হয়েছে।
বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়ক বন্ধ করে প্রতিবাদ সভা করেন হকাররা। দু’পক্ষের অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাধা দেয়ার চেষ্টা করলেও অভিযান অব্যাহত রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ আশেপাশের ফুটপাত ছেড়ে যায় কিছু হকার। তবে হকারদের একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উচ্ছেদ কার্যক্রমে বাধা দিচ্ছে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর।
এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন বলেন, যারা মিছিল করছে, উচ্ছেদে বাধা দিচ্ছে তারা আসলে হকার দলের কর্মী। তারা এই বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য এই বিশৃঙ্খলা করছে।
অভিযানে ১৩ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, ১৩টি মামলায় তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে যে, রাস্তায় বসে কোনোভাবেই যান এবং মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।
গুলিস্তানকে হকারমুক্ত রেড জোন ঘোষণার অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।