শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির।
হাঁটুর ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে শাহিন শাহ আফ্রিদি। খেলা হয়নি সদ্য সমাপ্ত এশিয়া কাপেও। তবে তাকে নিয়েই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আশা করা হচ্ছে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন পাকিস্তানের এই স্পিডস্টার। বর্তমানে লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। কদিন আগে টুইটারে নিজের জিম করার ভিডিও পোস্ট করে লিখেছেন, অলমোস্ট দেয়ার, ইনশাআল্লাহ।
তবে এরই মধ্যে শাহিনের পুনর্বাসন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হবু শ্বশুর শহীদ আফ্রিদি। দেশটির একটি টিভি চ্যানেলে তিনি দাবি করেন, নিজ খরচেই চিকিৎসা করাচ্ছেন শাহিন। পিসিবি তার খোঁজ নেয়নি।
আফ্রিদি বলেন, সে (শাহিন) নিজ দায়িত্বেই লন্ডনে গেছে। সেখানে বিমানের টিকিট, হোটেল ভাড়াসহ সব খরচ নিজ থেকেই করছে এ পেসার। এমনকী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি আমি। পিসিবি কিছুই করেনি। শাহিন নিজেই সব করছে।
তবে আফ্রিদির এমন দাবি উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আফ্রিদির নাম উল্লেখ না করে এক টুইটবার্তায় জানায়, যে কোনো খেলোয়াড়ের চিকিৎসা এবং পুনর্বাসনের সব দায়িত্ব বোর্ডের। সবসময় তারা সেটি করে আসছে এবং ভবিষ্যতেও করা হবে।
এদিকে, শাহিন আফ্রিদি ছাড়াও লন্ডনে চিকিৎসা করাতে গেছেন পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান। ইনজুরিতে পড়ে বিশ্বকাপের মূল স্কোয়াড থেকে ছিটকে গেছেন টপ অর্ডার এ ব্যাটার। পিসিবির তরফে এটাও নিশ্চিত করা হয়েছে যে, ফখর জামানের চিকিৎসার ব্যবস্থাও করছে বোর্ড।