বরিশালে আবেদনের মাত্র ৩ দিনের মধ্যে মিলছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সম্প্রতি ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস ডেস্কের কার্যক্রম চালু হওয়ার পর মিলছে এমন সফলতা। মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে ভোগান্তি ছাড়াই এমন সেবা পাচ্ছে নগরবাসী।
মেট্রোপলিটন পুলিশের কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস চালু হওয়ার পর এখন পর্যন্ত আবেদন করেছে ৫৮ জন। এদের মধ্যে ৩৪ জনকে আবেদনের ৩ দিনের মধ্যে দেওয়া হয়েছে সনদ। পর্যায়ক্রমে পাবে বাকি ২৪ জনও।
কার্যালয় সূত্র আরও জানা যায়, ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে প্রথমে প্রার্থীকে সোনালী ব্যাংক করপোরেট শাখা, বরিশালের কোড নং ১৭৩০১০০০১২৬৮১ তে ৫০০- টাকার ব্যাংক ট্রেজারি চালান সংগ্রহ করতে হবে। পরে ৫০০ টাকার ব্যাংক ট্রেজারি চালান কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ কার্যালয়ের ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস ডেস্কে জমা দিতে হবে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাগজপত্র স্ক্যান করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। তাৎক্ষণিকভাবে ওই আবেদন সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তির নির্দিষ্ট তারিখ আবেদনকারীকে জানাবেন। নির্ধারিত তারিখেই প্রার্থীকে ওই সার্টিফিকেট দেয়া হবে।
এদিকে আবেদনের মাত্র ৩ দিনের মাথায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে খুশি কামাল হোসেন, পাপ্পু হাওলাদার ও আমান উল্লাহ নামে তিন প্রবাসী।
প্রবাসী কামাল হোসেন জানান, প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের বিষয়ে সব সময় ভোগান্তি পোহাতে হয়। কিন্তু এবার ব্যতিক্রম। এর আগে আমি যতবার আবেদন করেছি প্রতিবার হয়রানি ও সময় অপচয় হয়েছে। তবে এবার ৩ দিনের মধ্যে পেলাম। পুলিশ কমিশনারকে ধন্যবাদ। এমন একটি ভালো উদ্যোগের জন্য।
অপর প্রবাসী পাপ্পু হাওলাদার জানান, আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য থানায় ঘুরতে হতো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেতে হতো। কিন্তু এবার কিছুই লাগেনি। ৩ দিনের মধ্যে হাতে পেয়েছি।
আমান উল্লাহ নামের আরেক প্রবাসী জানান, মাত্র ৫০০ টাকা ব্যাংকে জমা দেওয়ার পর কমিশনার কার্যালয়ে এসে অনলাইনে আবেদন করেছি। এরপর ৩ দিনের মধ্যে ফোন দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দিল। এটা আমাদের দেশের জন্য প্রবাসীদের কাছে গর্বের।
এবার প্রথম পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে এসেছে হাসিবুর রহমান। তিনি জানান, হয়রানি ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার এমন ঘটনা এবারই প্রথম দেখলেন তিনি। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হচ্ছে। হাসিবুরের আশা তিনিও ৩ দিনের মধ্যে সার্টিফিকেট পাবেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুনা লায়লা বলেন, ২০০৯ সালে বরিশাল মহানগরের নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়। এরপর এই প্রথম পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করে পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। আমরা কাজ করে যাচ্ছি। প্রথমে ৭ দিন সময় নেয়া হয়েছিল। এখন আমরা ৩ দিনের মধ্যেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে পারছি।
এ সম্পর্কে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বলেন, এখন মাত্র ৩ দিনে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হচ্ছে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে ক্লিয়ারেন্স সনদ সুবিধাভোগীর বাড়ি পৌঁছে দেয়ার পরিকল্পনার রয়েছে।