ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি (জাপা) নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেন, কিছু সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকবে কিনা। আমি স্পষ্ট করে বলতে চাই, জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নেই।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক সম্মেলনে বক্তব্য দেন তিনি।
জিএম কাদের বলেন, আমরা যেদিন থেকে বিরোধী দলে গেছি, সে দিন থেকেই জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নেই।
‘হয়তো বলতে পারেন আপনারা তো আওয়ামী লীগ নিয়ে ভালো ভালো কথা বলেন, প্রশংসা করেন, কেন করেন? কিন্তু আমরা তাদের (আওয়ামী লীগ) সঙ্গে একসাথে নির্বাচন করেছি, তারাও আমাদের জন্য কাজ করেছে, আমরাও করেছি। সেই বন্ধুত্ব তো ছুঁড়ে ফেলা যায় না। কিন্তু তারপরও দেশের স্বার্থে আমরা সত্য কথাগুলো তুলে ধরতে চাই,’ বলেন তিনি।
আওয়ামী লীগের ভবিষ্যৎ আচরণই বলে দেবে আমরা কী করব মন্তব্য করে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ যদি ভালো কাজ করে, দেশের মানুষ যদি তাদের ওপর আস্থা রাখে তবেই আমরা ভবিষ্যতে তাদের সঙ্গে থাকব, যেমনটা অতীতে ছিলাম। কিন্তু তারা মানুষ যদি তাদের প্রতি আস্থা হারায়, আমরা যদি আস্থা হারিয়ে ফেলি, তবে আমরা হয়তো তাদের সঙ্গে না-ও থাকতে পারি।
ইভিএম প্রসঙ্গে জিএম কাদের বলেন, ইভিএমের বিরুদ্ধে আমরা বার বার বলে আসছি। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। কিন্তু ইভিএমের মাধ্যমে সেটি সম্ভব নয়। ইভিএমে হবে পাতানো নির্বাচন। এক কথায় শান্তিপূর্ণ কারচুপির মেশিন হচ্ছে ইভিএম। এ মেশিনের নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কি না তা ভেবে দেখা হবে।
তবে জাতীয় পার্টি এখনও নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়নি জানিয়ে তিনি আরও বলেন, দেশের মানুষ ও আমাদের নেতাকর্মীরা যেদিকে যেতে চায় আমরা সেদিকেই যাব।
দলের সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে দলের প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, দলীয় শৃঙ্খলার বাইরে যিনি যাবেন, যত বড় নেতাই হন, যত ক্ষমতাবান হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দেশের স্বার্থে পার্টির সবার মতামতে যে কোন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান জি এম কাদের।