রাজধানীর মিরপুরের সমাবেশে হামলার প্রতিবাদে আগামী রোববার (১৮ সেপ্টেম্বর) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলেন এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, নিরপেক্ষ সরকারের দাবির আন্দোলন নস্যাৎ ও একদলীয় শাসন পাকাপোক্ত করতে বিএনপির ওপর হামলা-নির্যাতন চালাচ্ছে সরকার। এ হামলা-নির্যাতনের প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ৬ নম্বর সেকশন বাজারে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বিএনপি কর্মীরা ইট পাটকেল ছুড়ে পাল্টা জবাব দেয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেন দলটির নেতারা।
বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের লাঠিপেটা করেছে এবং ধাওয়া দিয়েছে।
এখন পর্যন্ত চারটি স্পটে সমাবেশ হয়েছে। এর মধ্যে উত্তরার কামারপাড়ার সমাবেশেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।